বাঁদর যদি বাদশা হয়
বাঁদরামী কি কমে?
বেশ্যা যদি বৈরাগী হয়
বাদ দেয় কি যমে?


ছাগল যদি পাগল হয়
পার পায় কি ব্যাধের?
পতিতা যদি পতি হারায়
পায় স্বাদ কি গৃহের?


ব্রহ্মাণ্ড যদি বদমাশ পায়
বদগুণ কি ছাড়ে?
বোকাও যদি বুদ্ধিমান হয়
বৌ ডাকেনা পাঁড়ে?


কৃপাসিন্ধু হয় কি কৃপণ
কড়ির পাহাড় পেলে?
দুর্বৃত্তের কভু দূরমতি হয়
দুর্লভে যায় ফেলে?
             ------- রঞ্জন গিরি।