শহীদ যাতে ভূত না হয়
সরষে ছড়ায় ভোটে,
তর্পণ করে তুবড়ি ফাটায়
লাফায় ছাগল গোঠে।


নিষ্টার ভোটে বিষ্ঠা মুখে
চলছে গালাগালি,
জীবন স্রষ্টা জাহান্নামের
ঘর রেখেছে খালি।


মজুরি দিয়ে মানুষ মেরে
হুজুর সাজেন ওঝা,
মজুরের দল হুজুরের প্রেমে
বহে পাপের বোঝা।


হাজার মাসুদ হামাগুড়ি দেবে
হারামি হলে দেশের রাজা,
বিভেদ বৈষম্য আর বেকারত্বে
পক্ষান্তরে দেশ পাবে সাজা।


একনায়কতন্ত্রে ঈমান কাড়ে
ভাতৃত্ববোধ মরে ভাষার হানায়,
নিকোটিনের মতো নিবিড় প্রেমে
ফুসফুস তার ফয়সালা শোনায়।
                     -------- রঞ্জন গিরি।