এমন কর্ম করবো কেন?
যাতে কচুবনে মশা খায়,
এমন ধর্ম ধরবো কেন ??
যাতে ইরার ইন্দু নিভে যায়।


এমন বাক্য বলবো কেন?
লোকে ট্যারা চোখে চেয়ে রবে।
এমন গর্হিত গর্ব করবো কেন??
যা গোকুল দেখে লজ্জা পাবে।


এমন ঐতিহ্যের দরকার কি ?
ইতিহাসে যাকে ইতর বলে,
এমন উন্মাদনার উদ্দ্যাম কেন ??
যার উত্তাপে উদর গলে।


এমন নীতির নৃত্য কেন ?
যাকে ছুঁলে ডোম খুশী,
এমন বৈভব বিলাস কেন ??
কর্পন্যতায় ভুগে নিজ হাসি।
           -------- রঞ্জন গিরি।