ফুঁসলে ডেকে ফোঁস করে
ফাঁসিতে দেবে লটকে,
ফানুষের ফাঁদ পেতে রেখে
ফাদিকার দেবে চটকে।


তরল মনের তকমায়
তরুফের তাস খেলে,
তালগোল লাগিয়ে তাক
তুখড় তুফান বয়ে চলে।


গণপতির গতির গণ্য তবু
গুন নেই তার গতরে,
গোসাপের গোসাঁ গোবর গর্তে
গুরগুর মেঘে রাগ পড়ে।


কাকমারা করে কালের বিচার
কানাঘুষয় হয় কান ভারি,
কাটমানি পায় কাশ্মীর বেচে
কাঙ্গাল করে যায় দেশ ছাড়ি।


ধাত বুঝতে গেলে ওই ধাতুর
ধরিত্রীর হবে ধার ক্ষয়,
ধূলিসাৎ হবে ধন সম্পদ সব
ধূসর হবে সারা জীবন ময়।
                 -------- রঞ্জন গিরি।