ভাবতে নারি কি করি
পবন পূজি না মনসা,
ফোঁ করে আসছে ফণী
প্রতীক বড়ো পানসা।


দুর্বার বেগ দুরন্ত মেঘ
অতি আতঙ্কে ভুগি,
বিষয়ের স্বপ্নে বীভৎসতা
রোগ নেই তবুও রুগী।


কানাকানি মহাত্মের বাণী
"সদাই সবে সংযত থেকো,
গুল আর গুজব থেকে
নিজেকে নির্জনে রেখো।"


ভাবনা গুলি এড়িয়ে চলি
সায় না দেয় সাধের মন,
সবাই এসো সঙ্ঘবদ্ধ হই
রঙের রাজনীতি করি বিসর্জন।


সবার দ্বারে সকলের তরে
বিনম্র বিনয় বিলিয়ে দেব,
উষ্ণতার প্রেমে উন্মেষ ঘটিয়ে
আমৃত্যু অবনী পরে রব।
                -------- রঞ্জন গিরি।