থাকলে কড়ি গাধার জুড়ি
হবেনা কভু মেধা!
গাধা জ্ঞানী দাদার কাছে
মেধা যে হয় গাধা।


মেধার গতি মহিষ বাথান
গাধা পড়ায় ছাত্র,
মেথর সেজে মেধাবী আজ
মোছায় গাধার গাত্র।


চাকর সেজে শিকড় বাকর
বিক্রিয় করে মেধা,
পায়ের উপর পা'টি তুলে
চেয়ারে বসে গাধা।


টেঁকের টাকায় গাধা আজ
মেধার আসন লুটে,
গাধার দোয়াতে মেধাবীরা
দারু বেচায় হাটে।


শ্রীর টাকায় ঘুরিয়ে শ্রীমান
জুড়ায় উদর প্রদেশ,
দাদার সাদা নিয়ম খাতাটি
দেওয়ালে লাগে বেশ।


অফিস আদালত স্কুল কলেজ
গাধার ঠাসাঠাসি,
আজ মেধা মরে গাধার ভিড়ে
চাঁদিতে বস খুশী।


গাধার ভিড়ে যে মেধা হারায়
চিনবার উপায় নেই,
খোঁজো মানুষ বোঝো ব্যাপার
আদর্শ মেধা চাই-ই।
                    -------- রঞ্জন গিরি।