গাল ভর্তি গালুয়া কথায়
গলে মানুষ গুলো,
গাজর চিবোয় গঙ্গা পাড়ে
গাত্রে পড়ে ধুলো।


গা ঝেড়ে সবে ঘরে ফিরে
গায়ের আরকি দোষ,
গান শুনে ওরা গুনে মুগ্ধ
গা করে পাপোষ।


গা জ্বলে তবু জ্বলতে মানা
গা জোয়ারী করে,
গাঁট খুলতে চাবুক চলে
গাত বার করে ধরে।


গাজন ব্যঞ্জন এতোই কড়া
গা ছাড়া সহজ নয়,
গাছ তলায়ও শুতে রাজি
গাবরে করে ভয়।


গামা আলো ছড়ায় সেতো
গামছা গলায় দিয়ে,
গামলা ভর্তি চটুল কথায়
গামার হাঁ করে থাকে চেয়ে।
             -------- রঞ্জন গিরি।