খাসি তোকে হতেই হবে
খালি করবো অণ্ডকোষ,
খাস জমিতে করিস বাস
খাপর ধরতে কিবা দোষ?


দারিদ্রতার সুযোগ নিয়ে
দাসত্ব করাবো আমি তোরে,
দালাল করে দাগী বানাবো
দাগ মিটাবি ঝান্ডা ধরে।


গাড়ু হাতে ভাড়ু বানিয়ে
গা মোছাব গামছা দিয়ে,
গালি দিতে বলবো লোকে
গাল লাল হবে চড় খেয়ে।


পাউরুটির পোঁদ করবো
পড়বি রে তুই যেথাসেথা,
পা দিয়ে ছিঁড়ে কুকুর খাবে
পাবে রে তখন স্বজন ব্যথা।


দু-টাকার চাল দান করে
দুমড়ে দেব তোর জীবন,
দুপুর গড়াবে শুয়ে বিছানায়
দুঃখে কাটাবি নব যৌবন।


মহামান্য মানুষ বলি আমি
মনুষ্যত্বের আমি হই কে?
মকর পেতে চক্কর লাগাই
মত্ত থাকি মাদক ঠেকে।
            ------- রঞ্জন গিরি।