পিতার ঞ্জানে , গীতা মোর
শ্রেষ্ঠ ধর্ম্মগ্রন্থ ।
পাপ ধুয়ে , সাফ হয়
দেখতে পায় অন্ধ ॥
লক্ষ কোটি , বক্ষ দিয়ে
রাখে আগলে তাঁরে ।
মোক্ষের আশায় , রুক্ষ লোক
বরণ করে ঘরে ॥
নকল লোক , ধকল খায়
ছুঁতে তার গায়ে ।
ন্যায়ালয়ের , আলয়ে বসে
ধরে তাঁর পায়ে ॥
শপথ নিয়ে , বিপদ ডাকে
জেলে হয় স্থান ।
খল যত , বলবান হোক
সত্যই সবার প্রাণ ॥
হাজার কথায় , বাজার মাতায়
তবুও মিথ্যা যায় না ঢাকা ।
গীতার বচন , হয় না মোচন
সত্যে যায় না রোখা ॥
বড় ,ছোট , উঁচু ,খাটো
নেই তায় জাতি ভেদ ।
সর্ব্ব কাজে , গর্ব মোদের
নেই মনে কারো খেদ ॥
ভবে আসা , শবে যাওয়া
লই যে তাঁর নাম ।
গীতা ধর্ম্ম , গীতা কর্ম
গীতায় করি প্রণাম ॥