ঘানিতে সরষে ফেলে
ঘা যত দাও তারে,
ঘাতক ভূতের তাতে কি
ঘাম ঝরাতে পারে?


ঘাবলা খুঁজুক যতই লোকে
ঘাপটি মেরে ঘরে,
ঘাস, খড় খাইয়ে তারে
ঘাড়টা মটকে ধরে!


ঘাত-প্রতিঘাত চলছে সদা
ঘাতন খোঁজা দায়,
ঘাসুড়ে নিজের দাঁ-এর কোপে
ঘা খেয়ে মরে যায়।


ঘাঁটিতে চাঁটি মারলে পরে
ঘাঁটে ঘন্ট ঘাঁটা,
ঘাটন হয় দেহের ভিতর
ঘাবড়ে হয় পাঁঠা!
        ------- রঞ্জন গিরি।