ঘুণ ধরা ওই ফাটা বাঁশ, 
বিকট শব্দে ছড়ায় ত্রাস;
ঘিলু বেরোয় পোস্ত দানা
নিজে ফেলে নিজের লাশ।


দর হাঁকায় সে ফাঁকা মাঠে,
বোকা ক্রেতা কেনে হাটে;
দেখল যখন কাগুজে বাঘ
নিজে লজ্জায় জিভ কাটে।


কঞ্চি ধরে আজ বাঁশের ভর,
পুরো বাঁশটাই এখন মৃত ধড়;
বুড়ো আঙ্গুল দেখায় মন্দ
নিয়মগুলোর আজ ভীষন জ্বর।


যে বাঁশের উপর ভর করে,
সমাজটা আজ উঠে গড়ে;
সেটা যদি হয় এলোমেলো
সমাজ বাঁচবে কেমন করে?
            --------- রঞ্জন গিরি।