ঘুরছে সদা ঘুণ পোকারা
ঘুমিয়ে পড়লে ঘনশ্যাম,
কুরছে যে তারা কর্মকুটির
যত কদর্য তাদের মনস্কাম।


সারিগান দিয়ে জীবন শুরু
সাধ যে তাদের সিংহাসন,
পরিচয়হীনে খাওয়ায় পোস্ত
পাগলে বলে পতিত পাবন।


সকালে সৌরভ সন্মুখে ফেলে
সন্ধ্যা হলেই সমন জারি,
অভীষ্ঠে তাদের অতিষ্ঠ মানব
অমঙ্গল আনতে করে আড়ি।


ভোলবদলে ভাষায় ভোলায়
ভালোবাসার ভাব করে ভান,
চুপ থেকে দেয় চৌষট্টির চমক
চুপসে চৌকাঠ চৌকসে খান।


মড়ধুমের করে মগজ ধোলাই
মৌসুমিতে যাতে মরন হয়,
আঁকড়ে গা ধরে আপনজনে
আঃ!বলার আগে বিদায় লয়।


ঘুণধরা সমাজ ঘুমিয়ে যাবে
ঘোল পাকাবে ঘুণ পোকা,
রাষ্ট্রদ্রোহীরা রাজ করবে সব
রাবন রাজায় না যাবে রোখা।
                 -------- রঞ্জন গিরি।