ঘুষ কর্মটি আনল যে জন
                  সে জন ছিল মহান ,
না থাকলে ঘুষ , মরতো মানুষ
                   জ্বলত লেলিহান ।


"উপহার "ঘুষে চাকরী পেয়ে
                কেহ অন্ন তুলে মুখে ,
ঘুষ খোরেরা ঘুষ- টি খেয়ে
                  যোগ্য লোকে রুখে ।


কুরলে ভক্তি ঘুষ-টি হয়ে
                   পিতার সম্পদ করে হরণ ,
ছেলে থাকতে সুখে ,ঘুষ হিসেবে
                     ছুঁয়ে মায়ের চরণ ।
          
ভালবাসা করতে গাঢ়
                     প্রেমিকের ঘুষ গোলাপ ,
হাসির ঘুষে প্রেমিকারা
                       জমায় প্রেমের আলাপ ।


ভক্তি ঘুষ চায় ভগবান
                     শান্তির বিনিময়ে ,
"পূজা "ঘুষ দেয় অপরাধী
                       সাজে ভক্ত অসময়ে ।


মিষ্টি কথাও ঘুষ হয়
                  (যখন ) থাকে কারন পিছে ,
পরের জন্য মিথ্যা বচন
                         ঘুষের কারন আছে ।


গান ঘুষ দেয় শ্রোতায় গায়ক
                     হতে সবার শ্রেয় ,
অটোগ্রাফ চেয়ে ঘুষ দেয় শ্রোতা
                         হতে শিল্পীর প্রিয় ।


জিততে ভোটে ঘুষ হিসেবে
                       নেতা শিলান্যাস করে ,
কিছু পাওয়ার আশায় ঘুষ দেয় নেতায়
                         জিন্দাবাদ স্বরে ।


পুলিশ খায় টাকা ঘুষ
                   অপকর্মে দিতে ছাড় ,
আদিক্ষেতার ঘুষ দিয়ে ভন্ড
                     গৃহীর মটকায় ঘাড় ।
                    -------------------   রঞ্জন গিরি ।