গিরগিটি মানুষের গৃহ নেই
                        হাজার ঘরে বাস,
গিরা শাকে তার গোঁসা নেই
                      সব গৃহ-তেই আশ।


গিঁট মারে সেতো চটুল গেহে্
                        নানান গল্প ফেঁদে,
গিহ্পতিও হার মানবে শুনে
                   ফুঁপিয়ে উঠলে কেঁদে।


গিশপতি তারে অর্থ গঙ্গায়
                    রাজা করায় দৌলতে,
গিবনের হস্ত গভীরে যায়
                     বসে কাঁদেনা সৈকতে।


গিদ্ধড় গোঁয়ার বড্ড সেতো
               তাঁর গায় লাগেনা কুকথা,
গিমা খেয়ে তার গা সওয়া
             তাই নাক গলায় যথাতথা।


গিলা খাবারেও তাঁর গন্ধ নেই
                       দৌলতে মালেমাল,
গিন্নি তখন অহংকারের কথায়
                        ধমকে মেটায় ঝাল।
                    -------- রঞ্জন গিরি।