গৌরী সেনের গোকুল ফাঁকা
গোঁঙায় তবু গরব করে,
আঁতু আঁতেল আঁতের জন্য
নিশি জাগবে নেংটি পরে।


সৌদামিনির সৌন্দর্য্যতো চাই
বাজ যত পড়ুক বামন গাছে,
উৎসব হোকনা উল্লাস নিয়ে
গৌরীর গর্বতো আছে কাছে।


শব সাথী হোক স্বাস্থ্যেরই ঘর
উঠুক মেতে উটকো প্রেমে,
বকুলতলায় বাজিয়ে বাঁশি
অনাহারেই-তো আনন্দ জমে।


পাঁড়ের পাদুকা কিনতে হাটে
ভাঁড়ার চাল খাক ভূতে,
চেয়ার রাখতে চাতুরী করে
পানুই মাথায় পাপ কি তাতে?