মানুষ!
শুনে আজব,
ছড়ায় গুজব!
সংক্রামিত হয়,
ভাইরাসের মতো;
মনের ক্ষত,
বংশ করে লয়।
দেহের যন্ত্র;
স্নায়ু তন্ত্র,
কাজ নাহি আর করে,
নিয়ে মূর্খে;
ডুবে তর্কে,
নকল সূত্র ধরে।
বার্ড ফ্লু;
সার্সের ক্লু,
অজানা কিছু নিয়ে,
করে মাতামাতি;
পাল্টে নিজ গতি,
সদা থাকে সংশয়ে।
দেখে কৌতুক;
পেয়ে যৌতুক,
কেহ লুটে বসে মজা,
ভয়ে চিৎপাত;
হয়ে উৎখাত,
পালন করে রোজা।
ধনীর কৌপীন;
ভাবি সৌখিন,
করি তারে বসে নকল,
ওঁরা ফেলে ঘি ভাত;
মোরাও দেই সাথ!
সহি অরুচির ধকল।
             -------- রঞ্জন গিরি।