হাঃ! হাঃ! হাঃ পাচ্ছে হাঁসি
হাকিম হয়েছে দেশের নেতা,
হাতুড়ি পিটে জানান দেন
তাঁর কথাই হয় শেষ কথা।


হাবোর দেয় হারামজাদায়
হারামের মাথায় ধরে ছাতা।
হা-ঘরি করায় সৎ মানুষে
দুষ্ট লোকের হয় জীবন ত্রাতা।


হালত খারাপ করে সাধুর
হাঁপাতে থাকে বসে জেলে,
হাকিম নেতা চোরকে ছাড়ে
হাঁ-করে সদা উৎকোচ গিলে।


হাল ফিরাতে নেতা হাকিম
হামাগুড়ি দেয় মদে সেধে,
হাটক বলে বিকোয় হাটে
হাত না দেয় কভু গরু দুধে।


হাঁদুল ব্যাথায় কটকট করে
হাত দিতে বৈদ্য করে ভয়,
হাঁক দিয়ে হাঁদুল চ্যালা করে
হাকিম নেতা পায় বড় জয়।


হাঁড়ি কাঠে মাথা গলিয়ে
হা-হুতাসে কি লাভ বলো,
হানবে মাথা খড়্গ দিয়ে
হাকিম যারে মেনে চলো।


হাড় মাংস জ্বালিয়ে দেবে
হারিয়ে যাবে নিজের লাশ,
হাঁপিয়ে উঠবে নিজেই নিজে
হাকিমের রায়ে যাবে শ্বাস।


হাটে বেচে সব আইন কানুন
হাতে হাতে তাঁরা আইন তুলে,
হাগা ঘরে ও রাজনীতির ছায়া
হাকিম নেতার কথায় চলে।


হাল হকিকত খারাপ ভাই
হাঁসার কোন উপায় নাই,
হালুম করে হাঁসলে খাবে
হাকিমি রায়তো মানা চাই!
            ------- রঞ্জন গিরি।