দিকে দিকে অদৃশ্য শত্রু
ভুবনের ভূষণ করিছে গ্রাস,
দিশাহীন লড়াই লড়ে মানুষ
চতুর্দিকে হেরে সন্ত্রাসের ত্রাস।


চারিদিক শুধু ভীতি আর ভীতি
অস্পৃশ্য হয়েছে আপনজন,
আলিঙ্গন আজ অলীক স্বপ্ন হেরে
প্রেম প্রীতি দিয়ে বিসর্জন।


খেওখেয়ি চলে রাজনীতি নিয়ে
চলে কু-কথার রেষারেষি,
কেউ মহান, কেউ শ্রেষ্ঠ হতে
দান অনুদানে করে ঘষাঘষি।


পুরহিত বলে আমিই হই শ্রেষ্ঠ
মৌলবী বলে শ্রেষ্ঠ মুসলমান,
বিজ্ঞান বলে সদা আমি শ্রেষ্ঠ
হাসে বসে আল্লা, ভগবান।
                   ------- রঞ্জন গিরি।