বিপর্যয় বিপদ রুখতে বন্ধু
হাতে হাত সবে রাখো,
কোমর বেঁধে করতে কাজ
হৃদয়বান হয়ে থেকো।


রঙের নীতির রঙ চটে যাক
মানুষ হোক মানুষের মধ্যমনি,
ফণী যতই তুলুক ফনা আজ
রাখবো মোরা জীবন হানি।


আত্স কাঁচে ফণীর আতঙ্কটা
দেখবেনা কভু দৃশ্যমানে,
গোকুল ছাড়াবো গুজব কথা
স্বস্তি ফিরবে সবার প্রাণে।


দুর্নিবার দুর্যোগের দুর্গতিতে
দুঃশাসনেরা সুযোগ খোঁজে,
যুধিষ্ঠির হবো মোরা ধর্ম যুদ্ধে
অধর্ম পালাবে নিজেই নিজে।


রাজাদের বাড়ে রাজনীতিটা
মুনাফার মন্ত্রে থাকে মজে,
মোরা ভালবাসার ভাবনা দিয়ে
দেহ সঁপিবো দেশের কাজে।


নির্লিপ্ত নির্যাসের দেশপ্রেম
আমরা কেবল আনতে পারি,
ওঁরা উদয় অস্ত উস্কে মানুষ
থাকতে চায় শুধু গদি ধরি।
                ------- রঞ্জন গিরি।