হে পিতা!
------- রঞ্জন গিরি।
হে পিতা!
     আমি একাত্মে সনাতন ধর্মের সৈনিক
     তবে পরধর্ম বিদ্বেষী কভু নই,
হে পিতা!
     আমি শুধু নই হিন্দুত্ববাদের হিতৈষী
     আমি সকল ধর্মে সঙ্ঘবদ্ধ রই।
হে পিতা!
     তুমি মোর মনের পরমাত্মীয়
     তোমায় জানাই পবিত্র প্রণাম,
হে পিতা!
     তুমি মোর পরিবারের পরিত্রাতা
     পরিত্রানে দিও মোরে বিদ্যুদাম।
হে পিতা!
     তুমি অনতিহীন অমোঘ প্রেম দাও
     অধিক আবেগ করো ছাড়া,
হে পিতা!
     তুমি ক্ষয়কান্তে ক্ষমা শেখাও
      প্রতিযোগিতার প্রতিহিংসায় করো তাড়া।
হে পিতা!
     মোরে নিদারুণ যন্ত্রনা নিতে শিখাও
      তবে নির্মমে নির্যাতন না দিয়ে,
হে পিতা!
     মোর দুরমতি মনকে দমন করো
     দামিনী আসুক দয়াদূত হয়ে।
হে পিতা!
     দুর্জন ভেবে  দুঃখ দাও ক্ষতি নেই
     শক্তি দাও প্রভু  দুঃখ সহিবারে,
হে পিতা!
     আমি পুণ্য লাভে যদি করি পাপ
     প্রায়শ্চিত্ত‍্যে যেন প্রলয় যায় সরে।
হে পিতা!
     সুখ লোভে যেন সমস্যায় না ডাকি
     অন্যায়ের করে আয়োজন,
হে পিতা!
     সুন্দরের সানিধ্যে থেকে যেন
     চির সত্য তব পদে মন করি সমর্পণ।
হে পিতা!
     এই আকাশ-আলো, বায়ু, বাসনা
     পৃথ্বী-প্রানীকুল, উদ্ভিদ তোমারই সব,
হে পিতা!
     আজ শুভ ক্ষণে শুভ দিনে
     চতুর্দিকে হোক তোমার কলরব।
                       ---------- রঞ্জন গিরি।