বিষয়ে মন বিষাদ,
বিতৃষ্ণায় ডাকে খাদ!
চায় সোনার অঙ্গ সঙ্গ নিতে,
পশুত্ব পরের ধাপ,
পক্ষান্তরে ভাবা পাপ!
পারে হিতে বিপরীত হতে।


কর্ম গুনে ধর্ম সাধে,
কর্ম হীন দুঃক্ষ বাঁধে।
শুধু জ্বালা ধরায় হৃদয় মনে,
হীন মন'অসৎ জন,
হীনমন্যতায় বিসর্জন!
নিজে মরে নিজের অসৎ গুনে।


বিষধর বিষেই জ্বলে,
বিধাতার বিধান বলে।
নীরহের নিন্দা না হয় নান্দনিক,
নিশ্বাসে বিশ্বাস কম,
তেড়ে ফুঁড়ে আসে যম।
স্থান কাল পাত্র না ভাবে ক্ষণিক।
                ---------- রঞ্জন গিরি।