হিতকর্মের হিতৈষীদের
                 হৃদয় বড়ই মহান,
হিতগুনীদের হৃৎপিন্ড
                হয় না কভু প্রয়ান।


হিতবাদিরা হিতের জন্য
                 সবারে প্রেমে বাঁধে,
হিস্সা নেয় হিতবিরোধী
                ঈর্ষা আর অপবাদে।


হিতবিরোধীরা হিংসা নিয়ে    
                   হিয়া কাঁপায় জ্বরে,
হিমকরের ন্যায় হিতপ্রেমী
                  স্নিগ্ধ আলোয় ভরে।


হিতোক্তি হয় হিতের বচন
                    শ্রবণে শ্রুতি মধুর,
হিকমত করে হিতবিরোধী
                শৃগালের মতো চতুর।


হিম্য রহে হিতজন সদা
                হিমধাম হয় তাঁর তনু,
হিমারতি হয় হৃৎ আবার
                ছড়ায় সে দীপ্ত ভানু।
              ---------- রঞ্জন গিরি।