হিতগুন!
------- রঞ্জন গিরি।
হিতগুন যায় অস্তাচলে,
হীনমন্যতায় যদি হৃদয় জ্বলে।
হীরের গপ্প কেউ না শুনে,
হিলে পড়ে যদি বিবেক জ্ঞানে।
হিমাংশু ও মুখ ফিরাবে,
হিমারতি অস্ত যাবে।


                           ------ রঞ্জন গিরি।