হৃদয় হন্তার হৃদয় বড়,
পাপ ঢাকতে পাপী আড়।
বিবেক বিষিয়ে বিষ খায়,
ধর্ম্ম রাখতে কর্মে নিরুপায়।
জঠর শুনে না কঠোর কর্ম,
খুদা সুধায় পরায় মিথ্যা বর্ম।
বসের ঘরে তাই মোষের বাস,
জ্যান্ত পড়ায় মশাইর লাশ।
তখন হৃদয় হন্তা চিন্তায় মরে,
যদি যম নেয় তাঁরে হৃদয় জ্বরে।
                  --------  রঞ্জন গিরি।