হৃদ্যতা হৃদয়ের হীরে
            হৃদয়বান ধারন করে,
কঠিন শিলার কঠিনত্ব
           চৌচির হয় তার ধারে।


কপটতার কপাট খানা
        কোমল হয় তার ছোঁয়ায়,
সময়ের সাথে মৃন্ময়ীতে
       কপট তাতে শির নোয়ায়।


ধর্মান্ধ জনের ধর্ম জ্ঞান
             তখনই তার হয় সদয়,
শ্রদ্ধাশীল পর ধর্মের প্রতি
           হৃদ্যতা যখন হয় উদয়।


হৃদ্যতায় হিমালয়ের সুখ
          হিমাংশু হয় তাঁর শিখরে,
হৃদয়ের প্রীতি ছড়ায় দ্যুতি
          বসত করে শান্তি শিয়রে।


সুখ তন্দ্রা আসে তখনই
         সদা হৃদয় মন ঠিক র'লে,
সবুজ সুন্দর হয় জীবন
           শুধু হৃদ্যতা আছে বলে।
            ------- রঞ্জন গিরি।