ঈদের সুগন্ধ,
পরমানন্দ!
দেখি বাঁকা চাঁদ,
আলিঙ্গনে,
আপনজনে!
খুশিতে ভাঙ্গে বাঁধ।


যেমন পারি,
তেমন করি;
সামান্য কিছু দান,
কিনে পোশাক,
করে ভাগ;
বিলিয়ে জুড়াই প্রাণ।


নিমন্ত্রনে,
বন্ধু জনে;
বাড়াই সোহাগের হাত,
ইফতারে,
আহারে;
খুশিতে কাটাবো রাত।


দীন দিনান্তে,
খুশি অন্তে!
ছুটে চলে ময়দানে,
কোর্মা পোলাও,
আছে ঢালাও!
খাই বসে একসনে।


ফিরনি দই,
পায়েস খাই;
মোর বন্ধুবরে ডেকে,
খাওয়ার শেষে,
হৃদয় কোষে;
হৃদ্যতা গেলাম রেখে।
        ------- রঞ্জন গিরি।


[আমার বন্ধু সেক আইনুল হকের হয়ে আমি কবিতাটি লিখে ফেললাম]