ইলিশের তেলে ইলিশ ভাজি,
আমি হলাম ভীষন কাজি।
আমোদ করে আমার ছেলে,
কেন নিন্দুকেরা বলে পাজি,?


ছেলেরা মোর ছাগল ছানা,
ডি'জে গানের দেমাগ খানা।
মোর চটকদারীর চুটকিতেই
আমি যে ওদের আপনজনা!


যমের দেয় ওরা জয়ধ্বনি,
জানেনা কি আমি জিনিসখানি!
আমি ওদের উনুনে উতো দিয়ে
পুড়িয়ে ওদের ঢালবো পানি।


আমি সর্বক্ষণের সমাজসেবী,
টাঙিয়ে দেখাই আমার তৈল ছবি!
ভূষণ দিয়ে যত ভক্ত আমার
দেখি খাদে পড়ে খাচ্ছে খাবি।


ওদের রাঙিয়ে চোখ রং মশলায়,
খুশি ভরাই ক্ষনিকের নেশায়!
পাপ কাজে ওঁদের পাগল করিয়ে
ভাঁটা ফেলাই আমি নিত্য পেশায়।
                     ---------- রঞ্জন গিরি।