গনেশ বাবার গণতন্ত্র,
আগে অন্ত্র পরে মন্ত্র।
হাত জড়ো করে হাসি মুখে,
পা রাখে ইঁদুরের বুকে।
শুঁড় দিয়ে খায় দীনের ধন,
ভুঁড়িতে করে আলিঙ্গন।
পরের ধন পাকড়াও করে,
ইঁদুরে চেপে ইমারত গড়ে।
প্রতিবাদে প্রাণ নাশ,
গনেশ আতঙ্কে ছড়ায় ত্রাস।
কেহ ধরে যদি তাঁর রাঙ্গা পদ,
সে যাত্রায় সে হবেনা বধ।
ফাটে ফাটুক ভুঁড়ি তাঁর,
আহার তবু দেবেনা ধার।
তাঁর মায়ের উপর বড় ভক্তি,
না মানে কভু মায়ের উক্তি।
দেখাতে তিঁনি মহান ভক্ত,
হাতে মাখে ভাইর রক্ত।
সে মায়ের চেলা মাতায় ধরা,
মা'র গায়ে লাগায় কলঙ্ক ধারা।
হেথা শুঁড়টি হয় তৃতীয় হাত,
এ গণপতি নয় নেতার জাত।
                     -------- রঞ্জন গিরি।