বিদ্যার বিচারে বিদ্বান ভেবেছ
জেনেছি বিদ্যা তোমার কেমন,
বৈভবের লোভে বেশ্যা সেজে
বিপন্নের বিপদে করো পলায়ন।


জ্ঞানের ঘন্টা গলায় বেঁধে তুমি
গোকুলে গর্জাও মইক্রোফোনে,
ইশারা করো ইশার ইজ্জত নিয়ে
আধমরা করো তাঁরে অপমানে।


ভাইরাল হতে চাও ভায়দা দিয়ে
রাগী তবু রাজর্ষি-এর আচরণ,
নিভলে বাতি নেশায় নেত্র জ্বলে
বেশ্যালয়ে বৈঠকখানায় বিচরণ।


শিক্ষা তোমার সায়ানাইড বিষ
সাবাস বলো কিন্তু সত্যে মারো,
আঁধার প্রীতি অগাধ তোমার
তাই সততাহীনে ধর্ম ধর্ষণ করো।
                  -------- রঞ্জন গিরি।