নিচু বর্ণ স্বর্ণ সম
হৃদয়ে বেঁধে রেখো'
তব বর্ণ বিবর্ণ হবে
যদি হও বর্ণ খেকো।
কঠিন সময় কাছে থাকে
আত্মকেন্দ্রিক নয়,
নিজ স্বার্থ ব্যর্থ হয়
তবু তোমারে লইয়া রয়।
শ্বেতাঙ্গ! শ্বেত কর্ম কর
এই শ্বেত বসুন্ধরায়,
কৃষ্ণাঙ্গের কৃষ্ণসার হৃদয়
ধৌত করিও প্রেম ধারায়।
তব কথা না লাগে ব্যথা
তাঁর হৃদয় না কর চৌচির,
আদরের চাদর দিলে তাঁর গায়
খেতে দেবে ননী ক্ষীর।
তুমি উচ্চ ভেবে নিচু কর
এই মানুষ জাতি ভেঙ্গে,
নিচা জনে দান বাঁচাও প্রাণ
নিচু কর তোমার কথার ঢঙে।
অগতির গতি সেজে তুমি
স্তব্ধ কর মানুষেই গতি,
দস্তাক্ষরে ছোট করো তুমি
দৃশ্যমানে দেখাও নিচু জাতি।
অদ্ভুত অতিন্দ্রিয়তা তোমার
কোঠা রাখো জাতি ভেদে,
ইশারায় ইন্দ্রিয় তোমার
রাখিলে তাঁদের কথা বেঁধে?
              ------- রঞ্জন গিরি।