বুলবুল গেল বোল করে
হিক্কা আসছে হ্যচকি‌ তুলে,
কাকভোরে কুয়াশা নিয়ে
আসছে অসুখ আপদ গলে।


দো'ঠেলায় দু'নাক বন্ধ
হ্যাঁচো করি হাঁ করে,
রুমাল খানা রাগে রাবন
নকর হয়ে নগর ঘোরে।


গলা খুসখুস ঘুঁংড়ি কাশি
হিমাদ্রির হিমেল বায়ে,
শীতে শৈত্যে সাঁতার কেটে
ঝর্না ঝরে নাসিকা বেয়ে।


তন্দ্রাহীন তিক্ত তমসায়
শয্যায় বড় শোক ছায়া,
চঞ্চলতায় চাঁদপানা মুখে
জাবর কাটে যম জায়া।
              ------- রঞ্জন গিরি।