নিজ অঙ্গ উলঙ্গ তবু
        উলঙ্গের সমালোচনা!
বৈষ্ণবীর কিবা দোষ
         থাকলে মাংস বাসনা।


পাড়ার নেড়ি পাহারায়
         বসে ব্যাধের দোকানে,
বৈষ্ণব না তাকায় কভু
          সে ওই ব্যাধের পানে।


ভয় আর সংশয় সদা
               বৈষ্ণবে করে গ্রাস,
চারটি রাবিট ভ্যাকসিন
        নেড়ির কামড়ের ত্রাস।


পুষ্টি হীনে দৃষ্টি শক্তি
             পড়ে গেছে অবেলা,
মুখে লাজ পেটে খিদে
        কানে পড়ে তাঁর তালা।


লেজ নয় বাঁকা তবুও
        থাকে জলাতঙ্কের ভয়,
পুরুষরাও নেড়ির মন
           ঘেউ ঘেউ করে জয়।
       -------- রঞ্জন গিরি।