জনমন্ত্রে তৈরি গনতন্ত্র
সেকি আজ স্বতন্ত্র?
আজ বারুদের আস্ফালন
জনমন্ত্রের পদস্খলন!
গভীর ঘা গনতন্ত্রের অন্ত্র
সক্রিয় হয় স্বৈরতন্ত্র,
স্বৈরাচারীরা মাতায় রাত
গনতন্ত্র আজ জগন্নাথ।
মত প্রকাশে বাধা দান,
ট্যাঁ-ফুঁতে যায় প্রান।
গনতন্ত্রের ইজ্জত লুন্ঠিত,
স্বাতন্ত্রতা থেকে বঞ্চিত।
কেন লোক দেখানো নির্বাচন?
কেন বা তার বিসর্জন?
কি লাভ কোষাগার করে ফাঁকা,
প্রহসনে উড়িয়ে এতো টাকা?
স্বৈরাচারীর জোনাকি আলো,
তার চেয়ে ঢের ছিল ভালো।
                ------- রঞ্জন গিরি।