জংশনেই জং ধরেছে
যুবা নামের জীবন গাড়ি,
বুড়ো হলেও ব্রিটিশ খুড়ো
বাসনার বাঁসায় দিচ্ছে পাড়ি।


যুবকের জৌলুস পোশাকে
যৌবন জোয়ানীতে খোঁড়া,
বুড়োর বড়াই তাঁর কর্মগুনে
বয়স হলেও বাঁধন হারা।


মনের জোরে মুক্তো খোঁজে
মাঝ সাগরে বুড়ো বাবা,
বুড়োর ছেলেরা বসে ঘরে
বুড়োর আয়ে বসায় থাবা।


কুঁকড়ে যুবা কাতরায় শীতে
কম্বল গায়ে তাঁরা খাটে বসে,
বুড়ো হাড়ে বাপ যে তাঁদের
বাগান চষে কোমর কষে।


বুড়ো বাপের বলদ ছেলেরা
বাপকে বলে বুড়ো ভাম,
বাপের খাওয়া বন্ধ করতে
বাপের মুখে চিটায় গাম।
              -------- রঞ্জন গিরি।