জন্মদাতাকে জগৎ চেনায়
ভুখা রাখার দেখায় ভয়,
এখন ঔরস জাতের ঔদ্ধত্য
ভরে গেছে সারা জগতময়।


নিবিড়তায় নির্মম হয়
ঝলক দিয়ে ঝলসে মারে,
জন্মদাতা জনার্দনে ডেকে
কপাল চাপড়ে হায় হায় করে।


খড়গ উঁচায় খড়া পায়ে
জাতক থাকে জৌলুস ঠাঁটে,
সৎ কথা শুনতে সমস্যা বেশি
জন্মদাতা জব্বু হাঁড়ি কাঠে।


ধর্ম কর্মের ধার না ধারে
আঠেরর পায়ে আশির হাত,
লাল চোখে লালু ভলু গুলো
জন্মদাতার কাড়ে জল, ভাত।
                   --------  রঞ্জন গিরি।