ঝাড়ু হাতে ছবি তুললে কি
ঝাটনা চলে যায়?
ঝাঁট না দিলে মনের কোনের
ঝঞ্ঝা মিটেনা তায়।


ঝাঁপির ভেতর অনেক ময়লা
ঝাঁটালে না যাবে,
ঝামা ইট পাথরে  ঘষলেও তায়
ঝাপটা বৃথা হবে।


ঝাঁ গুড়গুড় ঢাকের বাদ্যি
ঝালের কথা সার,
ঝান্ডার তলে অলীক বচন
ঝানু পাপের গর্ত তাঁর।


ঝাপসা চোখের দৃষ্টিতে কি
ঝাড়পোঁছ করা যায়,
ঝাড়ন ওই ঝাঁটনার খোঁজ
ঝাড়ফুঁকে নাহি পায়।
            ------- রঞ্জন গিরি।