ঝি কে যদি কন্যা বলো
                তবে কেন বানাও দাসী?
ঝিকর হয় গরীবের মেয়ে
              তোমার মেয়ে স্বপ্না শশী!


ঝিঁকা মেরে তুমি তাঁরে
               নিজে ঢুকাও রাণ্ণাশালে,
ঝিঁঙ্গা পোস্ত রেঁধে দেয়
            সে তোমার মেয়ের থালে।


ঝিকূর তোমার ভীষন দামী
               শ্রদ্ধা পাও এই সমাজের,
ঝি-মা তোমায় পালন করে
              এখন পাহারাদার মর্গের!


ঝিঙ্গিনীর মতো আসে যায়
               তোমরা যাদের ঝি বলো!
ঝিলিক দিয়ে সৌদামিনী যেমন
                হটাৎ জ্বলে দেয় আলো।
              ---------- রঞ্জন গিরি।


[কিছু আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি]