ঝুলন ঝুলে রাধা কৃষ্ণ দোলে,
               লীলা খেলে দোঁহে কদম্ব তলে।


জটিলে,কুটিলে আছে ঘরে
        (রাধে) যাত্রা করে কেমনে,
ডাকলে বাঁশি যেতেই হবে
                দেহ কাঁপে শিহরণে।
সুযোগ পেয়ে পালায় রাধে
                 নানা কথার ছলে ,
                 লীলা খেলে দোঁহে কদম্ব তলে।


একই বাঁশের বাঁশরী থাকে,
                 দুইজনার হাতে।
গোপী সখা সবে মিলি,    
                  নৃত্য তানে মাতে।
ছুটে আসে বৃন্দাবাসী
                   রাধে কৃষ্ণ বলে!
                 লীলা খেলে দোঁহে কদম্ব তলে।


(রাধে )সখা কৃষ্ণের লাগি,
                 আয়ানে দেয় ফাঁকি।
করে নৃত্য ব্রজ সনে,
              চাহিয়া চোখাচোখি,
 কৃষ্ণ জপে নিজ মনে
                নৃত্য তালে তালে!
                   লীলা খেলে দোঁহে কদম্ব তলে।
                           -----   রঞ্জন  গিরি।