কানে কালা কান চটা,
কালো চুলে লাল জটা।
কাঁধে ঝোলে চট থলে,
কাজ খোঁজে ভোর হলে।


কাগজ থাকে তার সাথে,
কালি দিয়ে লিখে তাতে।
কালা তাই কাজ নাই,
কর্ম্ম করে সব ইসরা তেই।


কলচে টাও কালো তার,
কালো দেহে কেশ বাহার।
কাট খোট্টা কথা তার,
কারো কথা ধারেনা ধার।


কাত করে কথার চালে,
কাতরায় না কথা বলে।
কথা শুধুই নিজে বলে,
কারো কথা নাই চলে।


কাট গোঁয়ার সে বড়,
কাজ করে ভীষন আঢ়।
কাল ক্ষন নাই সে মানে,
কাট পূজক সবাই জানে।


কামড়ায় তার দুই কান,
কালসিটে পড়ে টানটান।
কাল কাটে এই ঠাটে,
কানা ঘুঁশা হয় বটে!
      --------- রঞ্জন গিরি।