কলহে কলেবর খাটো
            কলঙ্ক লাগে সারা অঙ্গে,
কোমল হৃদয় কঠিন হয়ে
              কালি বহে নিজ সঙ্গে।


কলহে কুলনাশ ধৈর্য্যের
                 কিসমতও হয় কালা,
কাদা হয়ে যায় সাদা মন
            কলহ কাব্য  চিকনবালা।


কলহে কাসুন্দি ঘেঁটে
              কর্ম-ধর্মে হয় জলাঞ্জলি,
কু-বাক্যে হয় কাল শেষ
           কালগ্রহে যায় সময় বালী।


কলহে কল্পনার বিনাশ ঘটে
              কৌপীন টুকুও নাই থাকে,
কদর নেই কদলীর ছালের মতো
                 কটাক্ষে শুধু পথ ঢাকে।


কলহে কালিমা লেপে রঞ্জন
                     কালসিটে যায় পড়ে,
কামনা নয় কখনো কটু কথা
            কালঘাম বহে শরীর জুড়ে।


কলহে ক্লান্তি আসে মনে
                 কোটি চিন্তা ঘুরে ফেরে,
কেন বিবাদ বাক যুদ্ধে
               কান কথায় আপন মরে।
                ---------- রঞ্জন গিরি।