ক-বর্গ( ব্যঞ্জনবর্ণ! )
------- রঞ্জন গিরি।
কমল ফোটে কোমল পঙ্কে,
করিশমা ছোটে তটিনীর অঙ্গে।
কনক প্রভা সদা চারিদিকে বয়,
কনাদ জনে আহা আহা কয়।
খল পারে নাই সহিতে তাহা,
খজ্যোতী সইতে পারেনা যাহা।
খলক দেখে সদা হাসছে মনে,
খটখটে লাগে তাঁর বচনে।
গগন চুম্বি প্রত্যাশা হয় যাঁর,
গচ্চা যেন নাহি যায় তাঁর।
গঠন বৈচিত্র সবে মুগ্ধ করে,
গমন হই পরশ করিবার তরে।
ঘটা করে ঘটাই দেবতার পূজা,
ঘট সাজিয়ে লুটি পূজার মজা।
ঘন ঘটা করে তাড়াই বিপদ,
ঙ হয় ক-বর্গের পঞ্চমে বধ!
               -------- রঞ্জন গিরি।