অতি লোভে আসে ক্ষতি,
যত্ন নিলে বাড়ে তার জ্যোতি।
কর্মহীনে কখনো সুখ নাই,
ছন্দহীন হলে হোঁচট খাই।
জ্ঞানী হত ক্রোধের কারন,
বোকা না শুনে জ্ঞানীর বারণ।
হিংসায় হয় সদা মেধা নাশ,
মিথ্যায় হারায় সব বিশ্বাস।
ধর্ম হত্যায় ধসে যায় প্রাণ,
সকল শান্তি ফেরায় ধর্মজ্ঞান॥
পরিমিত বাক্যে ঝামেলা কম,
অতি বচনে বাড়ে ভ্রম।
সাধু সঙ্গ হয় সুখের ঘর,
কপটতায় হয় আপন পর।
                  ------ রঞ্জন গিরি।