হে বীর!হৃদয় বিধস্ত হলো মোদের
তোমাদের আজ আকাল প্রয়াণ,
বিষণ্নতার বিষে নীল হয়ে গেলো
মোদের শান্তির জনতার উদ্যান।


হে বীর!শতকোটি প্রণাম রাখি আজ
তোমাদের ওই শ্রীজাত শ্রীচরনে,
মসী যে মোর অসি নাই আজ
স্তব্ধ হয় লেখনী অশ্রুসিক্ত নয়নে।


হে বীর!বীরাঙ্গনা তোমাদের মাতা
তাই বীর হয়ে জন্মেছিলে এই দেশে,
কোটি কোটি ভারতবাসী আজ
সেলুট জানায় তোমাদের উদ্দেশ্যে।


হে বীর!সীমান্তে রয়েছ রক্ষিতে মোদের
জেগে থেকেছ রাতের পর রাত।
তোমরা রক্তস্নাত হয়েছ নিজের রক্তে
আনিতে মোদের নতুন প্রভাত।


হে বীর! বিভূষন পাও বীর বীরত্বে
বিশ্ব বন্দিত তোমরা হও সুপুরুষ,
আঁধারের আত্মীয় ভীতু জঙ্গি ওরা
বিশ্ব তকমায় ওদের বলে কাপুরুষ।
                   ---------- রঞ্জন গিরি।