কর্মযোগীর কর্ম গুনে
দৌলতের হয় দশাফের,
কঠোর শ্রমের কর্মফল
উদয় ঘটায় উৎসবের।


হৃত্যতার হৃদয় জয়ে
উত্তমতার উন্মেষ ঘটে,
পুণ্যের জন্য পূর্নতা পায়
প্রাণ পৌষের দৃশ্যপটে।


আলস্যতার আমোদ চাইলে
দারিদ্রতায় দম ফুরাবে,
অভাবের আধিপত্যতায়
বিষণ্নতার বিষে ছোবল খাবে।


দুষ্কর্ম দৌরাত্বের দুরমতিতে
সৌন্দর্য্যতার সুখ সঙ্কটে,
পাপাত্মার পাপে পরিজনের
প্রীতিহীন পরিণতি ঘটে।
               --------- রঞ্জন গিরি।