খুশির জোয়ার আনল পুজো
                             ভাবনা কিসে আর,
মাতবো মোরা আছি যারা
                        কিছু  টাকার জমিদার।


কোটি টাকার পেন্ডেলের
                              লক্ষ টাকার আলো,
কুঁড়ে ঘরে জোনাকি জ্বলে
                              দেখতে কেমন বলো?


মাটির মাকে দেব শাড়ি
                           অনেক মূল্য আছে যার,
গরীব বুড়ির ছেঁড়া শাড়ি
                            কেন বসতি মানবে হার?


আনন্দেতে উঠবো মেতে
                            শুধু কাঁসর ঘণ্টা বাজবে,
অভাবে ঢাকী ঢাক বাজিয়ে
                          সারা জীবন মাকে ডাকবে।


পরবো পোশাক নামি-দামী
                           মোরা পুজোর কয়টা দিন,
দর্জি ছেলে উসকো চুলে
                           ওরা কেমন থাকে বস্ত্র হীন!


লুচি,মণ্ডা,দই,মিষ্টি
                          মোরা যে খাবো ভরে মন,
খিদের জ্বালায় ময়রার পেটে
                               সদাই ছুঁচো দেয় ডন।


নাচের আসর করি শুরু
                               চরস,মদ,গাঁজা খেয়ে,
ডুকরে কাঁদে দুঃখীর শিশু
                            ওরা  দুধ খেতে না পেয়ে।


ইসস্ মিস্ বলে মোরা
                           রিক্সাওয়ালায় দেই গাল,
তবু পুজো পেন্ডেলে ঘুরায়
                           ওরা করে না চোখ লাল।


ফুর্তি আমোদ যা করি ভাই
                         ওদের না দেখ বাঁকা চোখে,
মনে রেখো ওরা যে আছে
                     তোমাদের সকল শোকে দুঃখে।
                     ---------রঞ্জন গিরি।