এ কি বিরল খেল খেললে বিধি
মোদের স্বপ্নের কেরলে,
হাজার হাজার প্রাণ যায় আজ
বন্যার জলের কবলে।


স্বজন হারিয়ে স্বজন কাঁদে
জলে ভরায় আঁখি,
সুযোগ বুঝে সুখ কেড়ে নিলে
না রাখলে কিছু বাকি।


যে দিকে তাকাই জলে জলাকার
জীবন রেখেছ সংশয়ে,
দেখি তীরভূমি আজ সাগর সম
আসে উত্তাল লহরী বয়ে।


অন্ন বস্ত্র বাসস্থান যা কিছু আজ
লইলে সব কিছু কাড়ি,
কি কারনে হে বিধি আজ তুমি
চলিলে কেরল ছাড়ি।
                  ------- রঞ্জন গিরি।