খড়ের প্রতিমা গড়ে তুই
মা বলে তাঁরে ডাকিস!
জন্মদাত্রী মা'কে কেন
গোয়াল কাড়তে রাখিস?
ক্ষীর ননীর নৈবিদ্য দিস
খড়ের ওই প্রতিমাকে,
আনলো যে মা পৃথিবীতে
সে যে ভুখা পেটে থাকে!
বিদেশ বাড়ির শ্বেত পাথরে
মাটির মায়ের হয় স্থান,
দেশ বাড়ির নিঃসঙ্গ মায়ের
মুখ খানি থাকে সদাই ম্লান।
নামী দামী শাড়ি কিনিস
ওই মাটির মায়ের জন্য,
খোঁজ রাখলি না মা'র পরনের
শাড়িটা কেমন বিদীর্ণ!
পঞ্চাশ পদ রেঁধে খাওয়াস
খড়মাটির ওই মা'কে,
কচু পোড়াও না পেয়ে মা
তোর কুশল সদাই ডাকে।
              ------ রঞ্জন গিরি।