ঝাঁজ বড়ো ঝাঁসির ঝাল!
ঝালের গুঁতোয় মুখ লাল,
ঝাঁপি খুললে সব গোলমাল।
ঝক্কি সামলাবে কে সেই হাল?
কি ঝাল!......কি ঝাল!.......


কৃষি?শুধইু কেষ্ট-র পাহাড়!
কথার ঢপে মাতাল বাজার,
কেলো করতে বিদেশ বিহার।
কিনে খাই ইন্দোনেশীয় চাল!
কথার কি ঝাল!....কি ঝাল!


হাতে থলে নিয়ে হাটে চলে
হায় বলে হাত কপালে তুলে,
হারামজাদা মাছকে বলে
হায় হরি বলে খেলে চাল!
বাপরে বাপ কি ঝাল!কি ঝাল!


চাঁদ কিনবে চাষার ছেলে
চপ বেচবে চাঁদে গেলে,
চমৎকারী পদক পরবে গলে।
চটুল চাক্ষুস করে হারাবে তাল!
বলি ভাই কি ঝাল!....কি ঝাল!..


শিল্প শিখরে দেশ বাজায় ঢোল
শিরদাঁড়া সোজায় তুলে বোল,
সিঁধ কাটতে সেই চীনের সাবল।
শিব স্নানে আছে দেশী মাল।
আঃ হাঃ হাঃ কি ঝাল!...কি ঝাল!..
                    ---------- রঞ্জন গিরি।