ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে মোরা
মূর্তির মহাত্মে করি পূজো,
সুকৃতির কীর্তিটাই মূর্তির মধ্যে
বৈভবে বেঁচে থাকে আজও।


নারী..বিদ্যা দানে সরস্বতী
দুর্গা ডাকি বীরাঙ্গনাকে,
সনাতন ধর্ম শ্রদ্ধা শেখায়
প্রতিমূর্তির প্রতিমা এঁকে।


হেঁসেলের হাল ধরেতো নারী
অন্নে আঁতের করে সেবা,
লালনে লক্ষী পূজিতা তিঁনি
প্রাসন্নতা পায় দেবীর দেবা।


প্রত্যয়ের প্রতিকৃতি প্রতিমাতে
গুরু গুণীর গুন পূজা পায়,
ষড় গুনে ষড়শীতিই ভগবান
ব্রহ্মজ্ঞানে বিগ্রহ থাকে শ্রদ্ধায়।


পবনে পৃথ্বীর পরিবার বাঁচে
তপনে করি তপস্যা তন্ময়ে,
ঈশ্বর জ্ঞানে ইরায় করি পূজা
তাই প্রতিমা গড়ে পূজি মৃন্ময়ে।
                     ------- রঞ্জন গিরি।