স্রষ্টার শ্রেষ্ঠত্বে শ্রদ্ধা বিনা আশি
আশীষ চায় আশায় থাকতে বেঁচে,
যেন ইহলোকে ইতি না টানে ঈশ্বর
শ্রাষ্টাঙ্গে প্রণাম করে স্রষ্টার কাছে।


হাঁটতে গেলে আশির হাঁটুতে লাগে
হোঁচট খেলে বিছানায় হারাম,
তবু বসন্তের বয়স চায় বিশ বছর
অন্যের আনুগত্যে আল্লাদ আরাম।


নতুন!নোনা পুকুরে নিমজ্জিত হোক
জারিত হোক যৌবনটা যোগীতে,
পুরোনো!পাল ছেঁড়া ভাঙ্গা নৌকা
জুড়ি চায় কিন্তু জোর নেই লগিতে।


স্রষ্টার সৃষ্টি ক্রমান্বয়ে মুক্তি, ইতি
ইতি স্মৃতি হোক,মুক্তিতে ইতি নয়,
অস্মিতের আশি অমরত্ব পাক
কিশলয় মুক্তিতে কিসমতি কেন হয়?
                         ------- রঞ্জন গিরি।